
|
বিশ্ববাজারে চিনির দাম ৪০ শতাংশ কমলেও দেশের বাজারে কমেছে মাত্র ৩ শতাংশ
প্রকাশ:
২৬ জুন, ২০২৪, ১১:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে বিশ্ববাজারে চিনির দাম ৪০ শতাংশ কমলেও দেশের বাজারে কমেছে মাত্র ৩ শতাংশ। দেশের বাজারে চিনির দাম না কমার পেছনে জাহাজ খরচ বৃদ্ধি পাওয়া, ডলার সংকট, এলসির সীমাবদ্ধতা, ডলারের রেট এবং কাস্টমস ডিউটিকে দুষছেন ব্যবসায়ীরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাসভিত্তিক ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত বছরের মে মাসে চিনির বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৫৭ দশমিক ২ পয়েন্ট। চলতি বছরের মে মাসে এই সূচক কমে ১১৭ দশমিক ১ পয়েন্ট হয়েছে। অর্থাৎ এক বছরে সূচকের মান ৪০ শতাংশ পয়েন্ট কমেছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের (আইএসও) তথ্যও বলছে, বিশ্ববাজারে ধারাবাহিকভাবে চিনির দাম কমেছে। দেশের বিদেশি ঋণ কমেছে ১.৩৪ বিলিয়ন ডলারদেশের বিদেশি ঋণ কমেছে ১.৩৪ বিলিয়ন ডলার জেলের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামিজেলের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি সাহায্যের জন্য সহকর্মীদের আবেগঘন বার্তা পাঠাচ্ছেন মতিউরসাহায্যের জন্য সহকর্মীদের আবেগঘন বার্তা পাঠাচ্ছেন মতিউর ছাগলে খেল মতিউরের কোটি টাকার সম্পদছাগলে খেল মতিউরের কোটি টাকার সম্পদ তিনি বলেন, কাস্টমস ডিউটি তো দেশে কমানো হয়েছে। কিন্তু তার প্রভাব তো বাজারে দেখা যায়নি। ট্যারিফ কমিশন ব্যবসায়ীদের হয়ে এনালাইসিস করে। তারা যেহেতু একটি পক্ষকে খুশি করার জন্য এনালাইসিস করে থাকেন, সেহেতু ভোক্তাদের স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে। ট্যারিফ কমিশনের এনালাইসিস সঠিক হচ্ছে না। এমএন/ |