স্বৈরাচার পতনে চল্লিশা’র আয়োজন করলো মিরপুরবাসী
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন করা হয়েছে রাজধানীর মিরপুরে। হাইস্যকর হলে সত্য, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৪০ দিন পূর্ণ হওয়ায় এ আয়োজন করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে যাকঝমক ভাবে এ আয়োজন করেন মিরপুরবাসী। এতে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী। চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এ এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ এবং তা আন্দোলনকারীদের জন্যছিল নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা ব্যাবস্থা করি। এমএন/ |