
| 	
        
			
							
			
			  হেফাজতে ইসলাম মদীনা শাখার ‘সীরাত কনফারেন্স’ অনুষ্ঠিত  
			
			
	
			
										প্রকাশ:
										১০ অক্টোবর, ২০২৪,  ০৮:৩৮ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 হেফাজতে ইসলাম বাংলাদেশের মদীনা মহানগর শাখার উদ্যোগে ‘সীরাত কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাদ আসর স্থানীয় আজোয়াদ হোটেলে সংগঠনের মদীনা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। 
 এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ফায়সাল, সহকারী দফতর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল। হাআমা/  |