
| 	
        
			
							
			
			  লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩৩  
			
			
	
			
										প্রকাশ:
										১৩ নভেম্বর, ২০২৪,  ১০:৫৪ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়নি, বরং বেসামরিক লোকজনের সমাগম এমনসব এলাকায় হামলা করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারাদেশে যে অভিযান চালিয়েছে- তাতে আরও ৩৩ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় আলে অঞ্চলের আরও কয়েক কিলোমিটার উত্তরে একটি হামলায় আটজন নিহত হয়েছেন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাটি একটি বাড়িতে করা হয়েছে যেখানে যুদ্ধে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল। অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।  |