টঙ্গীতে জোড় ইজতেমায় ১৮ দেশের মুসল্লি
প্রকাশ:
৩০ নভেম্বর, ২০২৪, ০৫:০১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের মুরব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে গতকাল পাঁচ দিনব্যাপী এ জোড় শুরু হয়। গত এক দিনে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। আজ শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জোড় ইজতেমায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। তারা হলেন- ইয়েমেন থেকে ২৭, নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্তান থেকে ১৭, সিয়েরালিওন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন। তিনি আরো জানান, বর্তমানে পুরো জোড়ে উপস্থিত রয়েছেন প্রায় দুই লাখ মুসল্লি। তারা সবাই তাবলিগের তিন চিল্লার সাথি ও সময় লাগানো ওলামা। এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজ পড়েছেন প্রায় আড়াই লাখ মুসল্লি। হাবিবুল্লাহ রায়হান জানান, আজ শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আসর বয়ান করেছেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আম বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা। হাআমা/ |