রাহমানিয়া আজিজিয়ার খতমে বুখারি শুক্রবার
প্রকাশ:
০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহাম্মদ হুজাইফা || রাজধানীর মোহাম্মাদপুরের বছিলা গার্ডেন সিটিতে অবস্থিত জামিয়া রাহমানিয়া আজিজিয়ার খতমে বুখারি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায়, আগামীকাল শুক্রবার (১০জানুয়ারি) ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মহতি এই আয়োজন অনুষ্ঠিত হবে। মাদরাসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার মাদরাসার ‘দারে আলী’ ভবনের মিলনায়তনে আছরের পর থেকে এ অনুষ্ঠান শুরু হবে। আছরের পর আলোচনা করবেন প্রতিষ্ঠানটির সিনিয়র মুহাদ্দিস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। এছাড়া বুখারি শরীফের সর্বশেষ সবক প্রদান করবেন জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শায়খুল হাদীস মাওলানা বাহাউদ্দীন আহমাদ গাজীপুরী। কেএল/ |