হাফেজ্জী হুজুরের রাজনৈতিক জীবন; হালজামানায় প্রাসঙ্গিকতা
প্রকাশ:
১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
হাফেজ্জী হুজুরের রাজনীতি, চিন্তা, দর্শন, অবদান নিয়ে বই লিখলেন তরুণ আলেম মাহমুদুল হাসান সাগর। বইয়ের নাম 'হাফেজ্জী হুজুরের রাজনীতি'। গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অমর একুশে বইমেলা ২০২৫-এ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। ইলহাম প্রকাশনীর স্টলের সামনে শুভানুধ্যায়ীদের আনন্দঘন আড্ডায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। মোড়ক উন্মোচনে লেখক মাওলানা হাবিবুল্লাহ সিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অধ্যায়নকালীন তিনি এই বইয়ের পান্ডুলিপি তৈরি করেছেন। বই সম্পর্কে তিনি বলেন, এ প্রজন্মের কাছে হাফেজ্জীর উপস্থিতি বড়দের গল্পকথায়। বইয়ের জগতে হাফেজ্জী হুজুরের উপস্থিতির অপ্রতুলতা আমাদের সামগ্রিক ব্যর্থতা। শোনা কথায় তাঁর উপস্থিতি বেশি। তাই হাফেজ্জী হুজুরের সামগ্রিক জীবনচর্চা হয় না। খণ্ডিত অংশ ব্যাপক আলোচিত হলেও হারিয়ে যাচ্ছে হালজামানায় প্রাসঙ্গিক তাঁর অনেক রাহনুমা। এই গ্রন্থ হাফেজ্জী চর্চার নতুন দ্বার উন্মোচন করবে। মাহমুদুল হাসান সাগর একজন মাঠ পর্যায়ের রাজনৈতিক কর্মী। রাজনীতির সুবাদে সারাদেশ সফর করেছেন। শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক জেলে থাকাকালীন তাঁর মুক্তির আন্দোলন করতে গিয়ে তিনি জেলও খেটেছেন। রাজনীতি, সফর ও জেলজীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি হাফেজ্জী হুজুরের রাজনৈতিক জীবন নিয়ে এই গবেষণাধর্মী বইটি লিখেছেন। এছাড়াও বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে হাফেজ্জী হুজুরের 'তওবার রাজনীতি' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে লেখক দৃঢ়তার সঙ্গে বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ হালজামানায় শোনা গেলেও বাংলাদেশে এই দাবি প্রথম উত্থাপন করেন হাফেজ্জী হুজুর রহিমাহুল্লাহ। তাঁর জমানার কুটিল রাজনীতিকে সযত্নে এড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন নতুন ইশতিহার। 'তওবার রাজনীতি'র মোড়কে নয়া ইনকিলাবের ঘোষণাপত্র। বইটি প্রকাশিত হওয়ায় হাফেজ্জী হুজুরের ছাত্র এবং দেশের অন্যান্য আলেম খুশি প্রকাশ করেছেন। এক নজরে বই হাফেজ্জী হুজুরের রাজনীতি এমএইচ/ |