সেহরি না খেলে রোজা হবে কি না?
প্রকাশ:
০৩ মার্চ, ২০২৫, ১২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সেহরি না খেলে রোজা হবে কি না? সেহরি খাওয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’ এছাড়াও বিলম্বে সেহরি খাওয়া উত্তম। সময় শেষ হওয়ার আগে খাওয়া হয়ে গেলে— শেষ সময়ে কিছু চা, পানি ইত্যাদি খেলেও সেহরির ফজিলত অর্জিত হবে। পেটে ক্ষুধা না থাকলেও সেহরির সময় দু-একটি খেজুর খেয়ে নেয়া উত্তম বা অন্য কোনো খাবারও খাওয়া যেতে পারে। এমএম/ |