রামপুরা জাতীয় মহিলা মাদরাসায় ভর্তি চলছে, শিক্ষাবর্ষ শুরু ৬ শাওয়াল
প্রকাশ:
০৯ মার্চ, ২০২৫, ০৮:০৬ রাত
নিউজ ডেস্ক |
![]()
দেশে নারীদের দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে যেসব ‘মহিলা মাদরাসা’, তন্মধ্যে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রাজধানীর ‘রামপুরা জাতীয় মহিলা মাদরাসা’। প্রতিষ্ঠালগ্ন থেকে হাজার হাজার নারী দ্বীনি শিক্ষার আলো নিয়েছে এ প্রতিষ্ঠানটি হতে। প্রতিষ্ঠানে রয়েছে নাজেরা, হিফজ বিভাগসহ আরবী, বাংলা ও ইংরেজির সমন্বয়ে ১ম শ্রেণী থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত যুগোযোগী সিলেবাসে পাঠদান। প্রতিষ্ঠানটিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তি চলতি ১ রমজান থেকে শুরু হয়েছে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থাপনায় চলছে এই ভর্তি কার্যক্রম। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন দেশের বরেণ্য আলেম মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বিন মাওলানা সৈয়দ ফজলুল কারীম পীর সাহেব চরমোনাই রহ.। নতুন শিক্ষাবর্ষ কবে থেকে শুরু হবে সে প্রসঙ্গে তিনি জানান, আলহামদুলিল্লাহ! এখন চলছে ভর্তি কর্যক্রম। ইনশাআল্লাহ রমজানের পর ৬ শাওয়াল ১৪৪৬ হিজরি মোতাবেক ৫ এপ্রিল ২০২৫ ইং রোজ শনিবার নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। মাদরাসার বৈশিষ্ট্যসমূহ :
বিভাগসমূহ:
সার্বিক যোগাযোগ : ফোন: ০২-২২২২২১১৬১, মোবাইল: ০১৯২১-৩৫২৫৬৫ ঠিকানা : রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ৩১৭/৬, উলন রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯। হাআমা/ |