ইনজেকশন নিলে কি রোজা ভেঙ্গে যাবে?
প্রকাশ:
১৪ মার্চ, ২০২৫, ০৩:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহিউদ্দীন মাআয || পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসলিম আল্লাহ তায়ালার বিধান পালনে সচেষ্ট থাকেন। সমাজের বিভিন্ন শ্রেণীর ছোট-বড় সকলেই রোজার প্রতি অশেষ গুরুত্ব দেন। হাজারো অসুস্থতা,শ্রম-ক্লান্তির কষ্ট ভুলে হাসি মুখে কাটিয়ে দেন রমজানের দিনগুলো। তবে অসুস্থতা তীব্র আকার ধারণ করলে অনেকে বাধ্য হন চিকিৎসা নিতে। সুতরাং রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই। এমএম/ |