গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরাইলি বিমান হামলা
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৫, ০১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (২৩ মার্চ) রাতে চালানো এ হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস শহরের নাসের হাসপাতালের সার্জিক্যাল ভবনে আঘাত হানে ইসরাইলি বোমা। গাজার আশেপাশের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মতো ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমএম/
|