আকিজ আলোকিত জ্ঞানী ২০২৫-এর চ্যাম্পিয়ন মাদারীপুরের কাজী মারুফ
প্রকাশ:
২৯ মার্চ, ২০২৫, ০৭:১৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইসলামি জ্ঞানের সবচেয়ে বড় রিয়েলিটি শো "আকিজ আলোকিত জ্ঞানী ২০২৫"-এর ১১তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন মাদারীপুরের কাজী মারুফ। প্রতিযোগিতায় দেশজুড়ে হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ১৪ জন কুরছিউল উলামা মঞ্চে পুরো রমজান মাস জুড়ে ইসলামি জ্ঞান বিতরণ করেন। আজ ২৮ রমজান অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে-তে চূড়ান্ত বিজয়ী হন কাজী মারুফ। চ্যাম্পিয়ন হিসেবে তিনি পবিত্র উমরাহ পালনের সুযোগ এবং নগদ ৩ লক্ষ টাকা পুরস্কার লাভ করেন। এবারের প্রতিযোগিতায় ফার্স্ট রানার্সআপ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ইকরাম হোসাইন, যিনি উমরাহ পালনের সুযোগসহ নগদ ২ লক্ষ টাকা পেয়েছেন। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন নেত্রকোনার সিদ্দিকুর রহমান, যিনি উমরাহ এবং নগদ ১ লক্ষ টাকা পুরস্কার অর্জন করেন। রাহবার মাল্টিমিডিয়া লিমিটেড আয়োজিত এ বিশাল জ্ঞানযুদ্ধের রিয়েলিটি শো'টি উপস্থাপনা করেছেন জনপ্রিয় উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা মোহাম্মদ ইকবাল। "আকিজ আলোকিত জ্ঞানী ২০২৫" প্রতিযোগিতাটি দীপ্ত টিভিতে প্রতিদিন বিকাল ৪:৩০ মিনিটে প্রচারিত হয়েছে। পাশাপাশি রাহবার মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও "আলোকিত জ্ঞানী" ফেসবুক পেইজেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারে এই আয়োজন প্রশংসিত হয়েছে এবং ইসলামি শিক্ষার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজয়ী হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাজী মারুফ বলেন, ‘এই জয় শুধু আমার একার নয়, এটি আমার পরিবার, শিক্ষক ও বন্ধুদেরও জয়। তারা শুরু থেকেই আমাকে উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন, দোয়া করেছেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই মহান সুযোগ দিয়েছেন। এই প্রতিযোগিতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, ইসলামী জ্ঞানচর্চায় আরও গভীরে যেতে অনুপ্রাণিত করেছে।’ তিনি বলেন, ‘বিশেষ করে আমার বাবা-মায়ের দোয়া ও সাপোর্ট ছাড়া এটি কখনো সম্ভব হতো না। আমার বন্ধুরা, যারা আমাকে প্রতিদিন প্রস্তুতির জন্য অনুপ্রাণিত করেছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আকিজ আলোকিত জ্ঞানী' শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ইসলামি জ্ঞানের একটি বড় মঞ্চ, যা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আমি চাই, ভবিষ্যতে আরও বেশি মানুষ এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিক, ইসলামি জ্ঞান চর্চায় আগ্রহী হোক। আলহামদুলিল্লাহ, এই পুরস্কার এবং উমরাহ পালনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি ইসলামি শিক্ষার প্রচারে কাজ করতে চাই ইনশাআল্লাহ।’ হাআমা/ |