ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১
প্রকাশ:
০৭ এপ্রিল, ২০২৫, ০৮:২১ সকাল
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার রাতে দৈনিক বাংলা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ছগির (৪৩)। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায়। সালাউদ্দিন ছগির আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশর অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এনএইচ/ |