এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রসঙ্গ
প্রকাশ:
১১ এপ্রিল, ২০২৫, ০৫:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
শিক্ষা, সেবা ও দাওয়াহ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম দেশের মানুষের মুখে মুখে। এবার সংস্থাটির নাম উঠে এলো এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে। ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে একটি প্রশ্নে উদ্দীপকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেইজে আস-সুন্নাহ ফাউন্ডেশন এই তথ্য জানায়। পোস্টে পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নের ছবিও যুক্ত করা হয়। পোস্টে বলা হয়, এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন-বিষয়ক প্রশ্ন এসেছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য এক তৃপ্তিদায়ক অর্জন। ওই পোস্টে আরও বলা হয়েছে, মহান আল্লাহর অনুগ্রহ, দেশবাসীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। এই আনন্দঘন মুহূর্তে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আরো একবার কৃতজ্ঞতা জানাই। তাতে লেখা আছে, উদ্দীপক-(ii) : ২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের জন্য ‘আসসুন্নাহ’ ফাউন্ডেশন থেকে ত্রাণসামগ্রী আসে। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে সব মানুষের মধ্যে এগুলো সমানভাবে বিতরণ করেন। ২০১৮ সালে যাত্রা করা করা আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি। এর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। তিনি নিজেও দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়। এসএকে/ |