নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেয়া হয়েছে। নেতৃদ্বয় বলেন, এসব প্রস্তাবনা একটি বিশেষ মতাদর্শের রুচির প্রতিফলন এবং তা পবিত্র কুরআনের বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বাংলাদেশের মুসলিম সমাজের বাস্তবতা, স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এসব সুপারিশ দেশের ধর্মীয় ভারসাম্য ও পারিবারিক কাঠামোকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। বিবৃতিতে আরও বলা হয়, এই কমিশনের সদস্যরা নারীদের প্রতিনিধিত্ব করে না, বরং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছে। তাই খেলাফত মজলিস অবিলম্বে কমিশন বাতিল এবং তাদের সকল বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানায়। এমএইচ/ |