ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫০ মুসলিমের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ১১:১৩ দুপুর
নিউজ ডেস্ক

ভারতের দ্বিকক্ষের সংসদে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ সংশোধন বিলের বিরুদ্ধে প্রতিবাদ করায় উত্তরপ্রদেশ পুলিশ ৫০ জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

গত ১৮ এপ্রিল, শুক্রবার জুমার নামাজের পর বাঘপত জেলার বিলাসপুর গ্রামে মুসলিমরা এই বিলের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করেন। গ্রামের একটি মসজিদের বাইরে তারা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন এবং বিলটি প্রত্যাহারের দাবি জানান।

এই প্রতিবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯ এবং ২৯২ ধারায় মামলা দায়ের করে। এই ধারাগুলো মূলত অবৈধ জমায়েত এবং জনস্বার্থে ঝুঁকি তৈরি করার অভিযোগে ব্যবহৃত হয়।

এছাড়া, প্রতিবাদকারীদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জামিনের নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও, শুধু কালো ব্যাজ পরে নীরব প্রতিবাদ করার জন্য অনেককে এক লাখ টাকার মুচলেকা দিতে বলা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় এধরনের পুলিশি পদক্ষেপ চলছে। প্রতিবাদকারীরা এই ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এটি সংবিধানপ্রদত্ত প্রতিবাদ করার অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার একটি চেষ্টা।

উত্তরপ্রদেশ পুলিশের এই পদক্ষেপ সংবিধানিক স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলে। এখন সারাদেশে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ চলছে— দেখা দরকার, সরকার সেই প্রতিবাদের কণ্ঠ শুনবে, নাকি দমন করার পথ নেবে।

সূত্র: মুসলিম মিরর

এনএইচ/