হুথি বাহিনীর নতুন অভিযান, আমেরিকান বাহিনীর বিরুদ্ধে ট্রাম্পের হুমকি
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

ডেস্ক নিউজ

মঙ্গলবার হুথি বাহিনী ঘোষণা করেছে যে তারা আরেকটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে এবং আবারও দুটি আমেরিকান অ্যারোকার্গো বিমানবাহী জাহাজে আক্রমণ চালিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে তারা ইয়েমেনে আক্রমণ অব্যাহত রাখবে যতক্ষণ না সামুদ্রিক পরিবহন নিরাপত্তা নিশ্চিত হয়।

হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি বিবৃতিতে বলেন, তারা একটি আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করেছে একটি স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে ভূমি মিসাইল দিয়ে। তিনি আরও জানান, এই ড্রোনটি ইয়েমেনের হাজা প্রদেশের আকাশে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল, যা এই মাসে ভূপাতিত হওয়া সপ্তম ড্রোন এবং ২০২৩ সালের নভেম্বর থেকে ২২তম ড্রোন ছিল।

এদিকে, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) এক কর্মকর্তা আল-জাজিরাকে জানান যে, তারা এখনও হুথিদের ঘোষণাটি নিশ্চিত করতে পারছে না, তবে তারা জানিয়েছে যে, মার্চ মাস থেকে তারা ছয়টি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে।

হুথির মুখপাত্র আরও বলেন, তারা আমেরিকার দুটি বিমানবাহী জাহাজ ট্রুমান এবং ভিনসনকে আক্রমণ করেছে। তবে পেন্টাগন কর্মকর্তা দাবি করেন যে, হুথি বাহিনী কোনও সফল আক্রমণ চালাতে পারেনি এবং আমেরিকান নৌবাহিনীর জাহাজগুলি পূর্বে তাদের আক্রমণ প্রতিরোধ করেছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তার সেনাবাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক আক্রমণ চালাচ্ছে। তিনি আরও বলেন, আমেরিকান সেনাবাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে যতক্ষণ না হুথিদের হুমকি এবং সামুদ্রিক পরিবহন নিরাপত্তা ঝুঁকি দূর হয়।

ট্রাম্প বলেন, ইয়েমেনে তাদের লক্ষ্য হুথি নেতা, অস্ত্র এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা।

এনএইচ/