আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আল্লামা সুলতান যওক
প্রকাশ:
২৩ এপ্রিল, ২০২৫, ০৩:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ, দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। প্রায় ৮৬ বছর বয়সী এই আলেমে দীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (২৩ এপ্রিল) আল্লামা সুলতান যওক নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহেদুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, গত শুক্রবার থেকে আল্লামা সুলতান যওক নদভী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রাখা হয়েছে। মাঝে অবস্থা কিছুটা উন্নতি হলেও আবার অবনতি হয়েছে। শাহেদুল ইসলাম জানান, প্রবীণ এই আলেমে দীনের লাঞ্চের ইনফেকশন নিয়ে ডাক্তাররা বেশি চিন্তিত। মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে বার্ধক্যজনিত নানা সমস্যা থাকার কারণে চিকিৎসা ক্রিয়া করছে কম। আল্লামা সুলতান যওক নদভীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা। আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। এমএইচ/ |