তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক
প্রকাশ:
২৪ এপ্রিল, ২০২৫, ০৬:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)-এর প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত হিফজ ও ক্বিরাত বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতিবারের মতো আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন। উল্লেখ্য, ২০১৮ সালে আহমাদ বিন ইউসুফ আযহারী প্রথম বাংলাদেশি হিসেবে তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগীতায় বিচারক হিসেবে অংশ নেন। প্রতিযোগিতা শেষে কারী আহমাদ ইউসুফ ৩ মে সকালে দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ রহ.- এর বড় পুত্র। এমএইচ/ |