পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৫, ০১:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হক এবং প্রবীণ উস্তাদ ও নাহভ শাস্ত্রের পণ্ডিত মাওলানা আবদুল মান্নান দানিশের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই'র শোক প্রকাশ। শনিবার (২৬ এপ্রিল) এক শোকবার্তায় তিনি দুই বুজুর্গের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুম দুই বুজুর্গের রুহের মাগফেরাত কামনা করেন। মাওলানা আমিনুল হক শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা আমিনুল হক পটিয়া মাদরাসায় দীর্ঘকাল শিক্ষকতা করেন। তিনি অত্যন্ত মেধাবী আলেম ছিলেন। বুজুর্গ হিসেবেও তাঁর ব্যাপক খ্যাতি ছিল। তাঁকে অনেকে ‘ফেরেশতা হুজুর’ হিসেবে সম্বোধন করতেন। তাঁর ইন্তেকালে ছাত্র এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে গতকাল পটিয়া মাদরাসার সাবেক প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানেশ ঢাকায় ইন্তেকাল করেন। এসএকে/ |