ওয়াকফ কালো আইনের একমাত্র উপকারভোগী মোদি: আসাদুদ্দিন ওয়াইসি
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৫, ০৯:২২ সকাল
নিউজ ডেস্ক |
![]()
কাশ্মীর হামলার কারণে বিরতি দিয়ে ভারতের মুসলিমরা বিতর্কিত ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে আবারও আন্দোলন শুরু করেছেন। গতকাল সোমবার (২৮ এপ্রিল) মহারাষ্ট্রের পার্থানি শহরে ওয়াক্ফ বিলের প্রতিবাদে সমাবেশ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, যাদের মধ্যে ছিলেন আসাদউদ্দিন ওয়াইসি, বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি, মহাসচিব ফজলুর রহিম মুজাদ্দিদি, এসডিপিআই-এর সহ-সভাপতি মোহাম্মদ শফি, সাদাতুল্লাহ হুসাইনি এবং অন্যান্যরা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। বক্তারা সরকারকে কঠোরভাবে সমালোচনা করে বিলটিকে 'অসংবিধানিক' বলে অভিহিত করেন এবং এর প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে, বক্তারা হেহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। ভাষণে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আমি মোদিকে বলি, এই বিল প্রত্যাহার করতে। আমি সংসদে বলেছিলাম, এটি একটি কালো আইন এবং এর একমাত্র উপকারভোগী হবেন মোদি। এই আইন আমাদের সম্পত্তি কেড়ে নেবে।’ তিনি আরও বলেন, ওয়াক্ফের সম্পত্তি কেবল আল্লাহর এবং বিজেপি সরকারের উদ্দেশ্যের ওপর প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, বিজেপি মসজিদ, কবরস্থানসহ অন্যান্য ওয়াক্ফ সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে। ওয়াইসি দাবি করেন, গরিব মুসলমানদের উপকারের যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এনএইচ/ |