সফল জীবনের জন্য ৫টি গুরুত্বপূর্ণ আমল
প্রকাশ:
০১ মে, ২০২৫, ০৭:৪০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
নাজমুল হাসন সফলতা শুধু টাকা, গাড়ি বা খ্যাতির নাম নয়। আসল সফলতা হলো — এমন জীবন যেটা আল্লাহর পছন্দ, মানুষ যেখানে শান্তি পায়, আর মৃত্যুর পরও যার পরিণতি ভালো হয়। এই সফলতা অর্জন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আজকে জানবো এমন ৫টি আমল যা প্রতিদিনের জীবনে নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার জীবন হবে বরকতময়, সফলতা হবে আপনার সাথী — দুনিয়া ও আখিরাতে!" ১. সালাত কায়েম রাখা (নিয়মিত নামাজ আদায়) ৩. সকালে ও রাতে নিয়মিত জিকির করা ৪. কুরআন তিলাওয়াত ও বোঝার চেষ্টা ৫. হালাল উপার্জন ও আমানতদারী জীবন এনএইচ/ |