আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান : মাহফুজ আলম
প্রকাশ:
০৩ মে, ২০২৫, ০৮:০৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান।’ শুক্রবার (২ মে) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘আমাদের কৈশোরে ও তারুণ্যে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে আবুল হাসান আলী নদভীর সাথে সাথে উনাকে ও অনুসরণীয় মনে করতাম। আলেমদের উদ্দেশে তিনি লিখেন, ‘বহুভাষা-সংস্কৃতি-মত-পথ স্বীকৃত হোক। বাংলাদেশের আলেমগণ সুলতান যওক নদভীর মতন বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বহিঃবিশ্বে মর্যাদার সাথে তুলে ধরুন।’ প্রসঙ্গত, শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টায় বাংলাদেশের শীর্ষ আলেম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এনএইচ/ |