আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা
প্রকাশ:
০৩ মে, ২০২৫, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানী ঢাকায় হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল আলোচিত সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে প্রায় এক হাজার হজযাত্রী প্রশিক্ষণ নেন। আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিজ্ঞজনেরা প্রশিক্ষণ দেন। এতে হজযাত্রীরা বেশ আপ্লুত হন। শনিবার (৩ মে) আস-সুন্নাহর ফেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়- আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে নিবন্ধনকারী সবাইকে সুযোগ দেওয়া যায়নি। অল্প সময়ে আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়াও বন্ধ করে দিতে আমরা বাধ্য হই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিচালিত দিনব্যাপী এই কর্মশালায় প্রায় চারশ স্লাইডে উমরাহর ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল এবং হজের ধারাবিহক বর্ণনা সম্পর্কে প্রেজেন্টেশন দেন শায়খ আহমাদুল্লাহ। মদিনা জিয়ারত বিষয়ে প্রেজেন্টেশন দেন জনপ্রিয় আলোচক ও খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এছাড়া সহজ হজের প্রস্তুতি বিষয়ে প্রেজেন্টেশন দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। এমএইচ/ |