৫ মে শাপলা গণহত্যার বিচার দাবি আলেমদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যে
প্রকাশ:
০৫ মে, ২০২৫, ১০:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবিতে আজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনটি অনুষ্ঠিত হবে বিকাল ৪টা থেকে, এবং ডকুমেন্টারি প্রদর্শন শুরু হবে সন্ধ্যা ৭টায়। দুটি কর্মসূচিই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মূল ফটকের সামনে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো— ৫ মে শাপলা চত্বরে নিহত সব নিরীহ নাগরিক এবং ইসলামপন্থীদের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা ও জনমত গড়ে তোলা। এ আয়োজনে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এসএকে/ |