কেমন ছিলেন সাহাবায়ে কেরাম রা.
প্রকাশ:
০৬ মে, ২০২৫, ০৭:৩৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) ছিলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সঙ্গী, যারা ঈমান এনেছেন এবং তাঁর সঙ্গে থেকে ইসলাম ধর্মের বিস্তারে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাঁরা ছিলেন: আখলাকে উত্তম – তাঁদের চরিত্র ছিল অত্যন্ত পবিত্র, সদাচরণে পরিপূর্ণ এবং আল্লাহভীতিতে পরিপূর্ণ। ত্যাগ ও কোরবানিতে অগ্রগামী – দ্বীনের জন্য তাঁরা নিজেদের প্রাণ, সম্পদ, পরিবার—সব কিছু ত্যাগ করেছেন। ইলম ও হিকমতে অনন্য – অনেক সাহাবি ছিলেন জ্ঞানী, ফিকহ, হাদিস, কুরআন তাফসিরে দক্ষ। আল্লাহ ও রাসূলের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ – তাঁদের জীবনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের আনুগত্য। দাওয়াত ও জিহাদের ময়দানে সাহসী – ইসলাম প্রচারে তাঁরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন এবং অসংখ্য যুদ্ধ-বিপদ মোকাবিলা করেছেন। এনএইচ/ |