ফেসবুকে পোস্ট কিংবা রাস্তায় জনদুর্ভোগ করে নয়, নির্বাচন দিলেই আ.লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: দুদু
প্রকাশ:
১১ মে, ২০২৫, ১১:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফেসবুকে পোস্ট করে কিংবা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আবার একটা প্রেস ব্রিফিং করে আন্দোলন করার অবস্থা এখন আর বাংলাদেশে নেই। তবে দেশে নির্বাচন দিলে এমনিতেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একবার শাহবাগে যাওয়া একবার যমুনায় যাওয়া এবং মানুষকে বিরক্ত করা এগুলো যৌক্তিক কাজ নয়। তবে আইনের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’ শনিবার (১০ মে) বিকালে জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী এফএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এনএইচ/ |