বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত
প্রকাশ:
১১ মে, ২০২৫, ০৯:২৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
মাহমুদুল হাসান বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে শহরের হোটেল শেরাটনে মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। অধিবেশনে মাওলানা আব্দুল করিমকে সভাপতি, মাওলানা জুবায়ের আহমদকে নির্বাহী সভাপতি এবং মাওলানা ইলিয়াস কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মীদের সক্রিয়ভাবে মাঠে কাজ করার বিশেষ নির্দেশনা দেন। এমএইচ/ |