পাকিস্তানজুড়ে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ:
১২ মে, ২০২৫, ০৮:৫৭ রাত
নিউজ ডেস্ক |
![]()
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পাকিস্তানজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পেশোয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন সংসদ সদস্য শানদানা গুলজার, সাবেক ডেপুটি স্পিকার মাহমুদ জান, শের আলী আরবাব, ইরফান সলিম, ফয়সাল জাভেদ, শের আলী আফ্রিদি, আসিফ খান, কামরান বাঙশ, সামি খান, আলি জামান ও ফজল ইলাহী। তারা সমাবেশে বক্তব্য দেন। বক্তারা বলেন, কোনো অপরাধ বা অভিযোগ ছাড়াই পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করতে তার স্ত্রী বুশরা বিবিকেও গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, এমনকি খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরকেও দেখা করতে বাধা দেওয়া হয়েছে। বক্তারা বলেন, সরকার পিটিআই চেয়ারম্যানের জনপ্রিয়তা কমাতে চাইলেও তিনি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। তিনি যদি আজ মুক্ত থাকতেন, তাহলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জোরালো কণ্ঠ হতে পারতেন। তারা পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, ভারতের ভুল ধারণা চূর্ণ করে দেওয়া হয়েছে যে পাকিস্তানে হামলা করে পার পাওয়া যাবে। বক্তারা বলেন, দেশমাতৃকার প্রতি ভালোবাসা থেকে সেনাবাহিনীর পাশে রয়েছে পিটিআই। এমএইচ/ |