বিডা’র মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের দুই নেতা
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)'র চেয়ারম্যান আশিক চৌধুরীর আমন্ত্রণে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বিডা মিলনায়তনে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে এক  মতবিনিময় সভা মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এতে প্রতিনিধিত্ব করেন সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ ইফতেখার তারিক।

মতবিনিময় সভায় বিনিয়োগ উপযোগী পরিবেশ ও নিরাপদ বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রস্তাব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। 

এই মতবিনিময় সভায় মোট ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

এমএইচ/