ভারতকে মুসলিমদের দয়ার কথা স্মরণ করতে বললেন ওমানের প্রধান মুফতি
প্রকাশ:
১৪ মে, ২০২৫, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আটশ বছরের বেশি সময় ভারত শাসন করেছেন মুসলিম শাসকেরা। সেই সময় তারা কতটা দয়ালু ও সদাশয় ছিলেন, ভারত সরকারকে তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের প্রধান বা গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল-খলিলি। আরবি ভাষায় দেওয়া ওই বিবৃতিতে শেখ আহমদ আরও বলেন, ‘আমরা ভারত সরকারকে মুসলমানদের প্রতি বৈরিতা পরিত্যাগ করতে আহ্বান জানাই; তাদের মুসলিম শাসকেরা অতীতে ধর্মনির্বিশেষে জনগণের প্রতি যে দয়া ও মহানুভবতা দেখিয়েছিল তা স্মরণ করতে বলি।’ ওমান সরকার শনিবার আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে ওমানের সমুদ্র সীমান্ত রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই এমএইচ/ |