যে কারণে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না
প্রকাশ:
১৫ মে, ২০২৫, ১১:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু তা কবুল হয় না। এর পেছনে রয়েছে গভীর একটি হিকমত (জ্ঞানের কথা), যা পবিত্র কোরআনেই ব্যাখ্যা করা হয়েছে। এখানেই আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছেন, কিন্তু তা না দেওয়ার মাধ্যমে। অর্থাৎ, তিনি তার বান্দাকে রক্ষা করেছেন এমন কিছু থেকে, যা বান্দা নিজেই বুঝতে পারছে না। কারণ, বান্দা জানে না, কিন্তু আল্লাহ জানেন। এভাবেই অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন ‘না কবুল করার’ মাধ্যমেও। অন্যদিকে, পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত ১৫ ও ১৬-তে আল্লাহ ভণ্ডদের সম্পর্কে বলেন— সুতরাং, দোয়া কবুল না হওয়াকে হতাশার কারণ না ভেবে বরং ঈমানের পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করাই মুমিনের পরিচয়। আল্লাহ কখনোই বান্দার কল্যাণের বাইরে কিছু করেন না। এনএইচ/ |