শাইখ যাকারিয়ায় ইসলাহী ইজতিমা কাল
প্রকাশ:
১৫ মে, ২০২৫, ০৩:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের স্থায়ী ক্যাম্পাস, নামাপাড়া, কাওলা, দক্ষিণখানে আয়োজন করা হয়েছে মাসিক ইসলাহী ইজতিমা। আগামী ১৬ মে ২০২৫, শুক্রবার, বাদ আসর থেকে শুরু হতে যাওয়া এই দ্বীনি মাহফিলে নসিহত পেশ করবেন শাইখুল হাদীস, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি হযরত ওয়ালা হারদুয়ী রহ. ও পীর যুলফিকার আহমদ নকশবন্দী দা.বা.-এর খলীফা। ইজতিমা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, এবং আয়োজক কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনকে এতে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, এই ইসলাহী ইজতিমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আসেন। ইজতিমা সফল করতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সকল ধর্মপ্রাণ ভাইদের আমন্ত্রণ জানিয়েছেন। যাতায়াত: এসএকে/ |