আল্লামা সুলতান যওক স্মরণে ঢাকায় হবে সেমিনার, প্রকাশিত হবে প্রামাণ্য স্মারকগ্রন্থ
প্রকাশ:
২০ মে, ২০২৫, ০২:১২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক রহ. স্মরণে রাজধানী ঢাকায় একটি জাতীয় সেমিনার এবং একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তাঁর ভক্ত-অনুরাগী এবং ছাত্ররা এই কাজে সহযোগিতা করবেন। দারুল মাআরিফের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ঢাকায় আল্লামা সুলতান যওক রহ. স্মরণে বড় পরিসরে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে বিস্তারিত শিগগির জানানো হবে। এছাড়া আল্লামা যওকের ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দিয়েছে দারুল মাআরিফ আল ইসলামিয়া কর্তৃপক্ষ। বৃহৎ পরিসরের এই স্মারকগ্রন্থে তাঁর জীবনের নানা দিক তুলে ধরা হবে। এ ব্যাপারেও আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগির। আল্লামা সুলতান যওকের ওপর একটি আলাদা মর্সিয়া অনুষ্ঠানের আয়োজনও করা হবে। পাশাপাশি তাঁর ওপর লিখিত মর্সিয়া ও কবিতাসমূহ আরবি, উর্দু, ফারসি ও বাংলা ভাষায় প্রকাশ করার ঘোষণা দিয়েছে দারুল মাআরিফ। আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। গত ৩ মে তিনি ইন্তেকাল করেন। গত ১৭ মে চট্টগ্রাম দারুল মাআরিফে তাঁর স্মরণে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়। আরএইচ/ |