ট্রেনে ঈদ যাত্রা: ৫ জুনের টিকিট মিলছে আজ
প্রকাশ:
২৬ মে, ২০২৫, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার বিক্রি হচ্ছে ৫ জুনের টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আজ ২৬ মে বিক্রি হচ্ছে ৫ জুনের টিকিট। আগামীকাল মঙ্গলবার ৬ জুনের আসন বিক্রি হবে। ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। এসএকে/ |