বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী (উত্তর) জেলা শাখার নতুন কমিটি গঠন
প্রকাশ:
২৭ মে, ২০২৫, ০১:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গতকাল, ২৩ মে ২০২৫, শুক্রবার, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা (উত্তর) শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মাওলানা ইউসুফ আল মাদানী সভাপতি এবং মাওলানা খালিদ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সাল, মাওলানা এনামুল হক মুসাসহ প্রমূখ নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও আন্দোলনভিত্তিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভায় জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটির প্রতি সবার দোআ, সহযোগিতা ও সহযোগিতামূলক মনোভাব কামনা করা হয়। বার্তা প্রেরক মাওলানা ইসমাঈল সিরাজী আরএইচ/ |