ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
প্রকাশ:
২৭ মে, ২০২৫, ০৩:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল ২৮ মে বুধবার সন্ধ্যা ৬.৩০ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হলো। পাশাপাশি, নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে চাঁদ দেখার তথ্য জানানো যাবে- টেলিফোন নম্বর: ফ্যাক্স নম্বর: যোগাযোগ: বিল্লাল বিন কাশেম, জনসংযোগ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন এমএইচ/ |