আবারও রিমান্ডে মমতাজ বেগম
প্রকাশ:
৩০ মে, ২০২৫, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চারদিনের দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আরেকটি মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মমতাজ বেগমের নামে মানিকগঞ্জে দুটি মামলা রয়েছে। এর একটি সিংগাইর থানায় হত্যা ও অপরটি হরিরামপুর থানায় ভাঙচুরের মামলা। এই দুই মামলায় গত ২২ মে কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিংগাইরের হত্যা মামলায় চারদিন এবং হরিরামপুরে ভাঙচুরের মামলায় দুই দিনে মোট ছয়দিনে রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে আবার তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ দফায় কোনো ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। এসএকে/ |