সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
প্রকাশ:
০২ জুন, ২০২৫, ১২:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (২ জুন) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম। তিনি জানান, জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন— এ বৈঠকে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, নিবন্ধন ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এসএকে/ |