গণচাঁদা-অনুদানে চলবে এনসিপি
প্রকাশ: ০৫ জুন, ২০২৫, ০১:১৫ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় অর্থনৈতিক কাঠামো ও স্বচ্ছতা নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৪ জুন) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নীতিমালা প্রকাশ করা হয়।

‘‘আপনার অনুদান, আগামীর বাংলাদেশ’’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রণীত নীতিমালায় বলা হয়েছে, এনসিপি তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সদস্যদের মাসিক চাঁদা, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অনুদান, গণচাঁদা ও করপোরেট সহযোগিতা গ্রহণ করবে।

দলীয় তহবিল বৃদ্ধির অংশ হিসেবে প্রচার ও প্রচারণামূলক উপকরণ যেমন টি-শার্ট, মগ, বই ও অন্যান্য প্রকাশনা বিক্রির পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও অনুদান দিতে পারবেন। এ উদ্দেশ্যে চালু করা হয়েছে donet.ncpbd.org ওয়েবসাইট। এছাড়া ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলও উন্মুক্ত থাকবে।

নীতিমালায় আরও জানানো হয়, সদস্য ফরম বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশে ৭০ হাজার ফরম বিতরণ করা হয়েছে এবং আরও ৫০ হাজার ফরম পাঠানোর প্রস্তুতি চলছে। এই ফরম বিক্রি এবং স্থানীয় কমিটি পর্যায়ের চাঁদা ও অনুদান থেকে প্রাথমিকভাবে দুই কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ‘নাগরিক আমানত’ নামে অভিহিত করা হবে।

দলীয় নেতারা জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এনসিপি’র আয়-ব্যয়ের হিসাব পরিচালিত হবে। অনুদানদাতারা ওয়েবসাইটে লগইন করে নিজ জেলা থেকে কত টাকা এসেছে তা জানতে পারবেন। পাশাপাশি চাঁদাদাতাদের জন্য থাকছে ডিজিটাল রসিদ সেবাও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাইফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসএকে/