জানুয়ারির মধ্যে সরকার নির্বাচন দিতে পারত : সালাহউদ্দিন
প্রকাশ: ০৬ জুন, ২০২৫, ০৯:১৪ রাত
নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে আয়োজনের প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন আয়োজনে সময়সীমা নির্ধারণ করলে, ওই রাতেই তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে, তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। দেশের ৫০টিরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। সরকার চাইলে জানুয়ারির মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি।”

উল্লেখ্য, সন্ধ্যায় দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।”

প্রধান উপদেষ্টার বক্তব্যে বন্দর ব্যবস্থাপনা নিয়ে দেওয়া ব্যাখ্যারও সমালোচনা করেছেন সালাহউদ্দিন। তিনি বলেন, “বিদেশিদের কাছে বন্দর দেওয়ার বিষয়ে তিনি নানা যুক্তি দেখিয়েছেন। অথচ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দলের সঙ্গে আলাপ করা প্রয়োজন ছিল।”

তিনি বলেন, “জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে সর্বদলীয় আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য তৈরি করা উচিত।”

এসএকে/