হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী বাছাইয়ে ইসলামী আন্দোলনের মতামত গ্রহণ অনুষ্ঠান
প্রকাশ:
০৯ জুন, ২০২৫, ০৯:৫৬ রাত
নিউজ ডেস্ক |
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ধারাবাহিকতায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হয়েছে। দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সোমবার (৯ জুন) সকাল ১০টা থেকে চুনারুঘাট আইএবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, সেক্রেটারি আলহাজ্ব সামছুল হুদা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মাঈন উদ্দিন খান তানভীর। এমএম/ |