বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন ওলামা দল নেতা
প্রকাশ:
১১ জুন, ২০২৫, ০২:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নেত্রকোনার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব খান (৪০) নামে এক যুবক মারা গেছেন। তিনি বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাউশাম গ্রামে নিজ বাড়িতে একটি স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব খান। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমএম/ |