খাগড়াছড়িতে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ: ১১ জুন, ২০২৫, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১১জুন) বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌরসভার চেঙ্গি স্কয়ারস্হ ফোর পয়েন্ট রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী ও ওলামা সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়।

জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী'র সভাপতিত্বে ও জেলা খেলাফত যুব মজলিসের আহবায়ক মুফতি নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন ও খেলাফত যুব মজলিসে কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। 

প্রধান অতিথির বক্তব্য মাওলানা আবু সাঈদ নোমান বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রা. ও পরবর্তী মুসলিমরা খেলাফতের গুরুত্ব অনুধাবন করে এ পৃথিবীতে তারা ১৩ শত বছর খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। সর্বশেষ তুরস্কের পাপিষ্ঠ কামাল পাশা পশ্চিমাদের সহযোগিতায় এ খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আমরা বিগত একশত বছরেও খেলাফত ব্যবস্থাকে পূর্ণপ্রতিষ্ঠা করতে পারি নাই। তিনি সকলকে খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি  মাওলানা হেলালুদ্দীন,সেক্রেটারি মাওলানা  আখতারুজ্জামান ফারুকী,যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মালেক,মাওলানা এমদাদুল্লাহ্ চৌধুরী, মাওলানা জামালুদ্দীন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মোশাররফ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ওমর ফারুক চৌধুরী, মাওলানা আবুল কালাম প্রমূখ।

এমএম/