
| 	
        
			
							
			
			  করোনা সংক্রমণ বাড়ছে: সব হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতির নির্দেশ  
			
			
	
			
										প্রকাশ:
										১২ জুন, ২০২৫,  ০৭:৪৫ সকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 দেশজুড়ে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারে তৎপর হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. মঈনুল আহসান জানান, আগামী শনিবারের মধ্যে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে কোভিড রোগীদের জন্য আলাদা শয্যা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “সংক্রমণের সম্ভাব্য বিস্তার বিবেচনায় রেখে কোভিড-১৯ রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত প্রস্তুতি নিচ্ছি। হাসপাতালগুলোকে বলা হয়েছে যেন সার্বক্ষণিকভাবে কোভিড রোগী ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা থাকে।” এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসাধারণকে সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই সময়। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে টিকাদান কার্যক্রমও সক্রিয়ভাবে চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এনএইচ/  |