আত্মগোপনে নেতানিয়াহু! ইসরাইলিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
প্রকাশ:
১৪ জুন, ২০২৫, ০৮:০২ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ইরান ইসরাইলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন। এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইসরাইলি গণমাধ্যম সূত্রে ইরনার খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেয়া হয়েছে, সেটা সম্ভবত গ্রিসে। এর আগে, ইসরাইলি গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যাতে দেখা যায় দুটি যুদ্ধবিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে যাচ্ছে, যেটা ইসরাইলি ভূখণ্ডের বাইরে। ইসরাইলের চ্যানেল ১২ পরে জানায় যে, ওই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইরান তৃতীয় দফায় ইসরায়েলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ দফায় জেরুসালেম ও তেল আবিব শহরকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলের সামরিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ৪০ জন নাগরিক আহত হয়েছে। এনএইচ/ |