ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলে তেহরানও জ্বলবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৬:৫৯ বিকাল
নিউজ ডেস্ক

ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের চলমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তেহরান। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে, তবে তেহরানও জ্বলবে।

আজ শনিবার, ইসরায়েলের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে একটি জরুরি বৈঠকের পর, তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, "যদি (ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকেন, তবে তেহরানকে বড় মূল্য দিতে হবে। ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।"

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশের খোররামাবাদ, কেরমানশাহ ও তাবরিজ শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে, যা নতুন ইসরায়েলি হামলার ইঙ্গিত হতে পারে।

তাবরিজ শহরের একটি ভিডিওতে শহরের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল আরও হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই হামলা এখনও শেষ হয়নি।

সূত্র: সিএনএন

এমএইচ/