আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দিবেন না: রাশেদ খান
প্রকাশ:
১৪ জুন, ২০২৫, ০৮:১৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
|| খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ প্রতিনিধি || আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ ও দখলদারদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শনিবার (১৪ জুন) বিকেলে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন। এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি, সাধুহাটি ইউনিয়ন মোড়ে শেষ হয় । বক্তব্যে তিনি আরো বলেন, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দিবেন। এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আমাদের দল তিনশ আসনেই নির্বাচন করার লক্ষে প্রস্তুতি নিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান সহ সংশ্লিষ্টরা নেতা কর্মীরা। এমএম/ |