চাঁদা না পেয়ে দাড়ি ধরে মারধর, ভিডিও ভাইরাল
প্রকাশ:
২৪ জুন, ২০২৫, ০৩:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে দাড়ি ধরে টেনে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। তিনি টিন ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। লিখিত অভিযোগ ও পুলিশি সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই ভুক্তভোগী আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসতো। তবে কাজ শেষে ঠিকমতো টাকা দিতো না। পাওনা টাকা চাইলেই নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগীকে ব্যবসা করতে দেবে না বলেও হুমকি দেয়। গতকাল রাতে জরুরি কিছু কাজ নিয়ে তার দোকানে যান নাসিম। তবে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে যান নাসিম এবং ভুক্তভোগীর দাড়ি ধরে টেনে অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করে নাসিম। এক পর্যায়ে ভুক্তভোগী মানিককে মেরে হাত পা ভেঙে দেওয়াসহ ব্যবসা করতে দেবে না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্ত নাসিম। এ ঘটনার পরে ভুক্তভোগী ঘটনার দিনই ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়া পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানায় পুলিশ। ভুক্তভোগী আলী আজম মানিক বলেন, ‘নাসিম আমার দোকানে প্রায়ই বিভিন্ন কাজ নিয়ে আসতো। আমি তার কাজগুলো করেও দেই। কিন্তু কাজ শেষ করে ঠিকমতো কাজের টাকা দিতো না। আমি তার কাছে পাওনা টাকা চাইলেও আমাকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দিত। উল্টো আমার কাছে টাকা চাইত। গতকাল রাতে জমির খারিজের কাজ করে দোকানে আসে। দোকানে অন্য কাস্টামার থাকায় তাকে অপেক্ষা করতে বলি। এরপরই তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে যান এবং আমার দাড়ি ধরে টান হেচড়া করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি থানায় অভিযোগ করেছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। এমএইচ/ |