সিলেট-৪ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে প্রার্থী ঘোষণা জমিয়তের
প্রকাশ:
২৬ জুন, ২০২৫, ১২:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) সিলেটের জৈন্তাপুরে উপজেলা জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন। জমিয়ত মহাসচিব জানান, সিলেটের ছয়টি আসনে জমিয়ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে। সিলেট- ৪ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ আলীকে জমিয়তের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। সমাবেশে বক্তারা বলেন, সিলেট-৪ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অঞ্চলের পাহাড়, নদী, টিলা ও খনিজ সম্পদের অপব্যবহার এবং লুটপাট বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী সেই নেতৃত্ব দিতে সক্ষম। জমিয়তপ্রার্থী হিসেবে ঘোষণা পাওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, আমি এমপি হতে নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। এই জনপদের সন্তান হিসেবে আমার দায়িত্ব, বালু-পাথরের রাজনীতির অবসান ঘটিয়ে মানবিক ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। তিনি আরও জানান, নির্বাচিত হলে ‘জনসম্পদ রক্ষা ট্রাস্ট’ গঠন, অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধ এবং শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ খাতে কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করে যাবেন।এ ছাড়া পরিবেশবান্ধব পর্যটন খাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেওয়ার জন্যও কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এনএইচ/ |